হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন বাফেলো ইউএসএ ইনক-এর বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাফেলো, নিউ ইয়র্ক, ০৮ মার্চ ২০২৫: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন বাফেলো ইউএসএ ইনক-এর উদ্যোগে বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাফেলো শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মহতী অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে হবিগঞ্জ জেলার প্রবাসীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সূচনা ও পরিচালনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন বাফেলো ইউএসএ ইনক-এর সভাপতি জনাব আবু সুফিয়ান হুমায়ুন। তাঁর নেতৃত্বে এই সংগঠন প্রবাসী হবিগঞ্জবাসীর ঐক্য ও উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদ আলী, যিনি দক্ষতার সঙ্গে পুরো আয়োজনটি সুচারুভাবে সম্পন্ন করেন। গুরুত্বপূর্ণ অতিথিদের উপস্থিতি
এবারের ইফতার মাহফিলে বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব শাহিন আহমেদ, যিনি তাঁর বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও কমিউনিটির কল্যাণে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: • জনাব ফয়জুর রহমান, বিশিষ্ট সমাজসেবক, জালালাবাদ এসোসিয়েশন অফ বাফেলো ইউএসএ ইনক-এর সম্মানিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও গোলাপগঞ্জ এসোসিয়েশন বাফেলো নিউ ইয়র্ক-এর সম্মানিত সভাপতি। • জনাব মুক্তাদির হোসেন মিসবাহ, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বাফেলো শাখার সম্মানিত সভাপতি। • জনাব উজ্জ্বল আলম, জালালাবাদ এসোসিয়েশন অফ বাফেলো ইউএসএ ইনক-এর সম্মানিত সভাপতি। • জনাব সালেক সিদ্দিকী, জালালাবাদ এসোসিয়েশন অফ বাফেলো ইউএসএ ইনক-এর সহ-সভাপতি। • জনাব আব্দুল মান্নান তাজু, সাধারণ সম্পাদক, জালালাবাদ এসোসিয়েশন অফ বাফেলো ইউএসএ ইনক। • জনাব মোঃ রহমান, কোষাধক্ষ্য, জালালাবাদ এসোসিয়েশন। • জনাব ইমরান রাহিম লালু, ক্রীড়া ও যুব সম্পাদক। • জনাব শেখ রাজু আহমেদ, আইন ও আন্তর্জাতিক সম্পাদক। • জনাব ওবায়দুর রহমান, কার্যকরী সদস্য, মৌলভীবাজার। • জনাব তোফাজ্জল খান সিপন, গোলাপগঞ্জ এসোসিয়েশন বাফেলো নিউ ইয়র্ক-এর সাধারণ সম্পাদক। • জনাব ফারুক আহমেদ নাজমুল, সাধারণ সম্পাদক, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বাফেলো শাখা। • জনাব গাউসুল আনোয়ার রাহিন ও মোস্তাফিজুর চৌধুরী মুরাদ, সহ-সভাপতি, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন। • জনাব ইসফাক আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিয়ানীবাজার সমিতি অফ বাফেলো ইনক। এছাড়া, বাফেলো সিটির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন, যা ইফতার মাহফিলকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানকে সৌন্দর্য সাফল্যমন্ডিত করতে সার্বিক সহযোগিতা করেন হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন বাফেলো ইউএসএ ইনক এর সিনিয়র সহ সভাপতি গাজী হাফিজুর রহমান সাদী, জনাব জিসান খান, স্বত্বাধিকারী GYRO KING. জনাব শিহাব আহমেদ, কোষাধ্যক্ষ। জনাব আব্দুল আজিজ মোল্লা, প্রচার ও দপ্তর সম্পাদক। জনাব আতিক রহমান, সাংস্কৃতিক সম্পাদক। জনাব জহুর আলী, সাহিত্য ও ধর্ম সম্পাদক। জনাব মাহফুজ আহমেদ জেনিস। জনাব মিসবাহ আহমেদ সহ কার্যকরী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ ও দোয়া মাহফিল ইফতার মাহফিলে এক অনন্য ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়। রমজানের পবিত্রতা ও সংযমের তাৎপর্য তুলে ধরে অতিথিরা আলোচনা করেন। বক্তারা বলেন, ইফতার শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং এটি সামাজিক সম্প্রীতির প্রতীক, যেখানে সবাই মিলেমিশে একত্রিত হন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের সহ-সভাপতি জনাব মাওলানা আকরাম আলী এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তিনি দেশ ও জাতির মঙ্গল, বিশ্বশান্তি এবং প্রবাসী বাংলাদেশিদের সুখ-সমৃদ্ধির জন্য দোয়া করেন। সমাপ্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন বাফেলো ইউএসএ ইনক-এর সভাপতি আবু সুফিয়ান হুমায়ুন তাঁর সমাপনী বক্তব্যে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “এই সংগঠন শুধুমাত্র একটি সামাজিক সংগঠন নয়, বরং এটি হবিগঞ্জের প্রবাসীদের জন্য একটি পরিবার। ভবিষ্যতে আমরা আরও উন্নয়নমূলক কাজের মাধ্যমে কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে চাই।” ইফতার মাহফিল শেষে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন। ইফতারে বিভিন্ন ধরনের দেশীয় খাবার পরিবেশন করা হয়, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। প্রবাসে থেকেও বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজনের গুরুত্ব অপরিসীম। এই ইফতার মাহফিল নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্যের বন্ধন আরও দৃঢ় করবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন। হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন বাফেলো ইউএসএ ইনক-এর এই আয়োজন শুধু ধর্মীয় নয়, এটি সামাজিক সম্প্রীতিরও বহিঃপ্রকাশ। এই সংগঠন ভবিষ্যতে আরও নানামুখী কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে বলে উপস্থিত অতিথিরা প্রত্যাশা করেন। অনুষ্ঠানটি বাফেলো শহরে বসবাসরত বাংলাদেশিদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়, যেখানে সবাই মিলিত হয়ে এক অনন্য সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ