নিউইয়র্ক প্রতিনিধি:
নবীগঞ্জের কৃতি সন্তান, জনপ্রিয় কবি, গীতিকার ও উপস্থাপক
জাহাঙ্গীর রানা –এর যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে প্রবাসী নবীগঞ্জবাসীর উদ্যোগে এক অনাড়ম্বর ও বর্ণাঢ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ অক্টোবর (রোববার) সন্ধ্যায় নিউইয়র্কের বাংলা বাজার স্টার্লিং এভিনিউস্থ নিরব রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এই সভায় বিপুলসংখ্যক প্রবাসী নবীগঞ্জবাসী উপস্থিত ছিলেন।






অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবাসী কমিউনিটির অন্যতম সংগঠক আবুল কালাম আজাদ এবং যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ ইমরান আলী টিপু ও ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন। শুরুতেই সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত নবীগঞ্জবাসী। এরপর নবীগঞ্জের প্রয়াত কবি ইলিয়াস আলী, তাজুল ইসলাম ও কুতুব আফতাবের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী মাস্টার অফ ল মোহাম্মদ এন মজুমদার, নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক–এর
সভাপতি শেখ জামাল হোসেন, অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকান এর প্রেসিডেন্ট হাসান আলী. ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এম ইসলাম মামুন, নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক–এর সাবেক সভাপতি সাব্বির হোসেন হীরা মিয়া গার্লস স্কুলের সাবেক শিক্ষক জ্ঞান রঞ্জন দাস, খসরু আহমেদ, ইমরান শাহ রন, সাবেক ইউপি সদস্য মর্তুজ আলী, বিশ্বমনি সরকার, কবি আবু তাহের চৌধুরী ,এস্টরিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ ময়নুল হক চৌধুরী, গাবদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজুর রহমান, সাব্বির আহমদে চৌধুরী, শেখ আক্তার হোসেন নানু, আক্তার হোসেন অলক, গোলাম মোহিত, মাহবুব রহমান চৌধুরী, আব্দুল হাকিম, মৃত্যুজয় চকদার ,এমদাদ রহমান তরফদার, বিকাশ চন্দ্র দাস, সোহেল আহমদ, ফরিদ আহমদ, প্রফেসর আঃ করিম, সুজিত কুমার দাস, মইনুল ইসলাম, তাহমিদ আহমেদ, জিল্লুর রহমান, গৌছ আলী, আনসার আলী, বাচ্চু মিয়া ও এম এ আলিম তালুকদার।
বক্তারা তাদের বক্তব্যে নবীগঞ্জের এই আলোকিত সন্তান জাহাঙ্গীর রানা এর সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি হৃদয়ছোঁয়া কথা, সামাজিক বাস্তবতা ও দেশপ্রেমের বার্তা নিয়ে বাংলা গানকে সমৃদ্ধ করে আসছেন। তাঁর লেখা অনেক জনপ্রিয় গান বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা কণ্ঠে তুলে এনে সাড়া ফেলেছেন শ্রোতাদের মনে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এস্টরিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা তুলে দেন সাধারণ সম্পাদক জাবেদ আহমদ ও কোষাধ্যক্ষ ময়নুল হক চৌধুরী।

সম্মাননা গ্রহণ করে আবেগাপ্লুত জাহাঙ্গীর রানা বলেন, “নবীগঞ্জের মানুষ আমাকে আজ যে ভালোবাসা ও সম্মান দেখালেন, তা আমার জীবনের অনন্য এক প্রাপ্তি। আমি আমার লেখার মাধ্যমে মানুষের হৃদয় ছুঁতে চাই—সংগীতের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করতে চাই।” তিনি আরও নবীগঞ্জের বিশিষ্ট ব্যক্তিত্ব অনেক আলোচিত মানুষের জীবনী ও অবদানের কথা তুলে ধরেন।
সভা শেষে প্রবাসী নবীগঞ্জবাসীর মধ্যে এক উচ্ছ্বাসমুখর পরিবেশ তৈরি হয়। সবাই এই আয়োজনকে নবীগঞ্জের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতাকে বাঁচিয়ে রাখার এক সফল উদাহরণ বলে মন্তব্য করেন।
0 মন্তব্যসমূহ