বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক, ইন্ক-এর বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি প্রবাসীদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক, ইন্ক-এর বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোঃ সামাদ মিয়া জাকারিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমরান আলী টিপু। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়, যা পাঠ করেন জালাল চৌধুরী। দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব আবুল কাসেম ইয়াহিয়া। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত অতিথিবৃন্দ সমাজ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন। বিশিষ্ট অতিথিদের বক্তব্য অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন এবং তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন: • সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা জনাব আব্দুর শহীদ• সম্মানিত উপদেষ্টা হাসান আলী• সাবেক সভাপতি মাহবুব আলম• বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ• কমিউনিটি এক্টিভিস্ট জুনেদ চৌধুরী• মামুন টেটোরিয়াল-এর কর্ণধার শেখ আল মামুন• সম্মানিত উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবু কাওসার সিসতি• মূলধারা রাজনীতিবিদ ও কমিউনিটি এক্টিভিস্ট মির্জা মামুন বিশেষ অতিথিরা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:• মাষ্টার অফ ল মোহাম্মদ এন মজুমদার• জাকির চৌধুরী (সিপিএ)• কমিউনিটি এক্টিভিস্ট মখন মিয়া• তিতাস মালতি সার্ভিস-এর সিইও মেহের চৌধুরী• কমিউনিটি এক্টিভিস্ট রেজা আব্দুল্লাহ• সাংবাদিক সাখায়াত হোসেন সেলিম (ইউএস Online News)• সাংবাদিক শামীম আহমেদ (প্রবাস নিউজ)• সাংবাদিক শেখ শফিকুল ইসলাম• হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মিয়া এম আছকির• কমিউনিটি এক্টিভিস্ট বেলাল ইসলাম• কবি আবু তাহের চৌধুরী ও কবি মাসুম আহমেদ• কমিউনিটি এক্টিভিস্ট আফজল আলী ও মাহবুবুর রহমান চৌধুরী, মোহাম্মদ জাকারিয়া সাফল্যের নেপথ্যে অনুষ্ঠানকে সফল ও সুন্দরভাবে আয়োজন করতে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন:• সহ-সভাপতি: শামীম আহমেদ• কোষাধ্যক্ষ: মোঃ বশির মিয়া• সাংগঠনিক সম্পাদক: গোলাম মুহিত• প্রচার সম্পাদক: মসনুর রহমান• : সদস্যিক সম্পাদক রুবেজ সিদ্দিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদিকা: কবি জুলি রহমান• ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক: আবু সাঈদ এস চৌধুরী• আপ্যায়ন সম্পাদক: মোহাম্মদ ইকবাল হোসেন• কার্যকরী সদস্য: মোঃ আবেদ হোসেন মোল্লা, আনোয়ার হোসেন ভূঁইয়া, চৌধুরী এম মুমিত তানিম, মোহাম্মদ মাসুদ বেগ। বাংলাদেশি প্রবাসীদের একত্রিত করে ধর্মীয় ও সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক, ইন্ক প্রতি বছর এই আয়োজন করে। এবারের ইফতার ও দোয়া মাহফিলে ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বসিত অংশগ্রহণ প্রমাণ করেছে যে, এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ