নিউইয়র্ক, ১৬ মার্চ ২০২৫ (রবিবার) – যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউ.এস.এ ইনক-এর উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।







সংগঠনের সম্মানিত সভাপতি শেখ জামাল হুসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান আলী টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলে প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ফখরুল ইসলাম। এরপর দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র নবীগঞ্জ সমিতির উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মোবাশ্বির হোসেন চৌধুরী, উপদেষ্টা হাছান আলী মজলু হোসেন, মূলধারার রাজনীতিবিদ আব্দুস শহীদ, বিশিষ্ট রাজনীতিবিদ ডা. মাকসুদুল হাসান এমদাদ চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মখন মিয়া, সহ-সভাপতি আজমান আলী, সহ-সভাপতি মামুন আলী, সহ-সাধারণ সম্পাদক মিটু আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এছাড়া উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ গোলাম মোহিত, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, লায়েক মিয়া, খাওসার চৌধুরী, কবি তাহের চৌধুরী, কবি জালাল উদ্দিন রুমি, যুক্তরাষ্ট্র জালালাবাদ সমিতির সাবেক সহ-সভাপতি শাহিন কামালী, নুরুল ইসলাম, জয়নাল উদ্দিন, লায়েক শরিক হোসেন, হোমায়ুন কবির সুহেল, কাজিরুল ইসলাম শিপন, সয়দুল মিয়া ও রুবেল আহমেদ।
দোয়া পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা হাসান আলী। মাহফিল শেষে সভাপতি শেখ জামাল হোসাইন সমাপনী বক্তব্য দেন এবং ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ধর্মীয় ও সামাজিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন আয়োজকরা।
0 মন্তব্যসমূহ