হার্ডসন নদীতে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত: পাইলটসহ ৬ জন নিহত,

নিউইয়র্ক প্রতিনিধি | এপ্রিল ১০, ২০২৫ নিউইয়র্কের হার্ডসন নদীতে একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে স্পেন থেকে আগত এক দম্পতি ও তাদের তিন শিশুসন্তান রয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে ম্যানহাটনের পাশ দিয়ে বয়ে যাওয়া হার্ডসন নদীতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিউইয়র্ক পুলিশ সূত্রে জানা গেছে, স্প্যানিশ পর্যটক পরিবারটি একটি দর্শনীয় হেলিকপ্টার ভ্রমণে অংশ নিয়েছিলেন, যার রুটে স্ট্যাচু অব লিবার্টি এবং জর্জ ওয়াশিংটন ব্রিজ অন্তর্ভুক্ত ছিল। পুলিশ আরও জানিয়েছে, ফেরার পথে হঠাৎ ঘন কুয়াশা ও প্রচণ্ড বাতাসের কবলে পড়ে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় পাইলটসহ সব যাত্রীই প্রাণ হারান। উদ্ধারকাজে নিউইয়র্ক পুলিশ এবং সিভিল অ্যাভিয়েশন কর্মকর্তারা যৌথভাবে কাজ করছেন। বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ২০০৪ সালে তৈরি এবং সর্বশেষ ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কর্তৃক পরিদর্শন করা হয়। তখনই ২০২৯ সাল পর্যন্ত ফ্লাইট ফিটনেস সার্টিফিকেট প্রদান করা হয়েছিল। হার্ডসন নদী এর আগেও নানা দুর্ঘটনার সাক্ষী হয়েছে। ২০১৬ সালের ২৮ মে একটি প্রশিক্ষণ বিমান এখানে বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন। তবে ২০০৯ সালের ১৫ জানুয়ারি ইউএস এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান একই নদীতে জরুরি অবতরণ করে এবং অলৌকিকভাবে সব যাত্রী ও ক্রু প্রাণে বেঁচে যান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে, খারাপ আবহাওয়া এবং দৃশ্যমানতার অভাবই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। ঘটনাটি নিউইয়র্কসহ আন্তর্জাতিক পর্যটন মহলে শোকের ছায়া ফেলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ