
নিউইয়র্ক, ৩ মে: নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে ওয়াইমিং কাউন্টির ওয়ারস এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণ দেওয়ান সানী (২৯)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (২ মে) এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই সানীর মৃত্যু হয়। অপর গাড়ির চালক, যিনি মারাত্মক আহত হয়েছিলেন, তিনি পরবর্তীতে ওয়াইমিং কাউন্টি কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দুর্ঘটনাটি ঘটে নিউইয়র্ক স্টেটের রুট ২০-তে, ওয়ারস ও অরেঞ্জভিল টাউনের সীমানায়। জানা যায়, সানীর গাড়িটির সঙ্গে যে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়, সেটি নাসাউ কাউন্টি থেকে চুরি করা হয়েছিল এবং সেটি দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
সানি বাফেলোর হ্যাজেলউড এলাকায় বসবাস করতেন এবং বাফেলো ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে অধ্যয়নরত ছিলেন। তিনি ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকার বাসিন্দা ফারুক আহমেদের একমাত্র ছেলে। তার দুই বোন রয়েছে।
এই করুণ মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ব্রঙ্কসসহ নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সবার মুখে একটাই কথা—উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখা এক প্রতিভাবান তরুণ অকালেই ঝরে গেল।
ওয়াইমিং কাউন্টি শেরিফের অফিস ঘটনার তদন্ত শুরু করেছে এবং গাড়িচুরির ঘটনাটিকেও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে,
0 মন্তব্যসমূহ