নিউ ইয়র্ক, ১৮ মে: প্রবাসে বাংলা সাহিত্যচর্চার ধারাকে আরও সমৃদ্ধ করতে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ছয়জন বাংলাদেশি লেখকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ব্রঙ্কসের বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস (বাফা) স্টুডিওতে সাহিত্য সংগঠন ‘পঞ্চায়েত’-এর আয়োজনে এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি সাহিত্যপ্রেমী, লেখক ও পাঠকদের মাঝে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয় ছয়টি বইয়ের। বইগুলো হলো—ইমরান আলী টিপুর “যে আলো শুধু অন্ধকারে জ্বলে” বেনজির শিকদারের “দ্বিপ্রহরের দ্বিধা”সুমন শামসুদ্দিনের “ইশারার মৌমাছিরা”মাসুম আহমেদের “যাপিত জীবনের গপ”• আহবাব চৌধুরী খোকনের “করোনা কালের ডায়েরি”সোনিয়া কাদিরের “হিপহপ জনপদ: দ্য ব্রংক্স এবং অন্যান্য”

বইগুলোর মোড়ক উন্মোচনে অংশ নেন নিউ ইয়র্কের বিশিষ্ট সাংবাদিক, লেখক, কবি ও সংস্কৃতিজনেরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ, লেখক ও সাংবাদিক মনজুর আহমেদ, কবি শামস আল মুমিন, বাফার কর্ণধার ফরিদা ইয়াসমিন, কবি শিউল মনজুর এবং সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন।অনুষ্ঠানের প্রথম পর্বে বইয়ের মোড়ক উন্মোচন শেষে দ্বিতীয় পর্বে লেখকরা পাঠ করেন তাদের বই থেকে নির্বাচিত অংশ এবং শেয়ার করেন বই লেখার পেছনের অনুপ্রেরণার কথা। এতে অংশ নেন সোনিয়া কাদির, আহবাব চৌধুরী, মাসুম আহমেদ, সুমন শামসুদ্দিন, বেনজির শিকদার ও ইমরান আলী টিপু।তৃতীয় পর্বে অতিথি বক্তারা প্রবাসে বাংলা সাহিত্যচর্চার গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বক্তব্য রাখেন প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, টাইম টেলিভিশনের কর্ণধার আবু তাহের, কমিউনিটি এক্টিভিস্ট সিরাজ উদ্দিন সোহাগ ও সাংবাদিক কৌশিক আহমেদ।বইগুলো নিয়ে বিশদ আলোচনা করেন কবি মিয়া মোহাম্মদ আসকির, অধ্যাপক মোহাম্মদ আমিনুল হক চুন্নু, লেখক এবিএম সালেহ উদ্দিন, কবি শিউল মনজুর এবং মনজুর আহমেদ।অনুষ্ঠানের শেষ পর্বে পঞ্চায়েতের কর্ণধার মাসুম আহমেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রবাসে বাংলা সাহিত্যচর্চা শুধু অতীতকে স্মরণ নয়, বরং ভবিষ্যত প্রজন্মকে সংস্কৃতিমনস্ক করে গড়ে তোলার একটি উদ্যোগ। এই চর্চা অব্যাহত রাখতে হবে সম্মিলিতভাবে।”অনুষ্ঠানটি প্রবাসে সাহিত্যচর্চার অনুপ্রেরণাদায়ী এক আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে এবং সাহিত্যপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
0 মন্তব্যসমূহ