নিউইয়র্কে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির সভা অনুষ্ঠিত — বনভোজন ও নির্বাচন কমিশন গঠন

নিউ ইয়র্ক, ৮ জুন ২০২৫ (রোববার): নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে অবস্থিত নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি ইউএসএ ইনক-এর উপদেষ্টা মণ্ডলী ও কার্যকরী কমিটির এক বিশেষ সভা। সমিতির সভাপতি মিয়া এম আছকির-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আমির আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আইনজীবী এটর্নি মঈন চৌধুরী। সভায় সমিতির পূর্বনির্ধারিত এজেন্ডা অনুযায়ী বিস্তারিত আলোচনা হয়। আসন্ন বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২৫ উদযাপন এবং ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য নির্বাচন কমিশন গঠন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২৫ উদযাপন কমিটি ঘোষণা:
আহ্বায়ক: জনাব মোঃ আব্দুল ওয়াহেদ • যুগ্ম আহ্বায়ক: জনাব শেখ মোস্তফা কামাল • সদস্য সচিব: জনাব তুহিন তালুকদার • যুগ্ম সদস্য সচিব-১: জনাব মাহমুদুল হাসান • যুগ্ম সদস্য সচিব-২: জনাব জহিরুল ইসলাম রাহুল • প্রধান সমন্বয়কারী: জনাব আবু সাঈদ চৌধুরী কুটি • সমন্বয়কারী: জনাব এনামুল হাসান রাসেল কমিটির অন্যান্য সদস্য মনোনয়নের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সভায় জানানো হয়। নির্বাচন কমিশন গঠন: আগামী নির্বাচনের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। • প্রধান নির্বাচন কমিশনার: এটর্নি মঈন চৌধুরী • নির্বাচন কমিশনারবৃন্দ: ১. জনাব ইব্রাহিম খলিল বারভূইয়া রিজু ২. জনাব মোঃ আব্দুর রহমান ৩. জনাব আবু সাঈদ চৌধুরী কুটি ৪. জনাব ফয়সল আহমেদ সভায় উপস্থিত নেতৃবৃন্দ বনভোজন ও নির্বাচন অনুষ্ঠান সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং আগামভাবে সবাইকে আমন্ত্রণ জানান। প্রসঙ্গত, বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২৫ আগামী ২৭ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ