নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সভা ২২ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত হবে

নিউইয়র্ক, ১৬ জুন — আগামী ২২ জুন, রবিবার বিকাল ৬টায় নিউইয়র্কের বাংলাবাজারস্থ এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক-এর এক সাধারণ সভার আয়োজন করা হয়েছে।
গত ১৫ জুন খলিল বিরানি হাউজে আয়োজিত এক চা-চক্র ও আলোচনা সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।আগামী সাধারণ সভায় আলোচ্য বিষয়সমূহের মধ্যে রয়েছে—সোসাইটির আসন্ন বার্ষিক বনভোজন, নতুন কমিটি গঠন ও অন্যান্য বিবিধ বিষয়। আয়োজক কমিটির পক্ষ থেকে নিউইয়র্কে বসবাসরত সকল নবীগঞ্জবাসীকে এই গুরুত্বপূর্ণ সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানো হয়েছে। সভায় উপস্থিতির মাধ্যমে প্রবাসে নবীগঞ্জবাসীর সংগঠিত উদ্যোগ ও ঐক্যবদ্ধ কার্যক্রম আরও বেগবান হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। নিউইয়র্ক প্রবাসে বসবাসরত নবীগঞ্জবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক। এই সংগঠন দীর্ঘদিন ধরেই সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। প্রবাসে থেকেও নবীগঞ্জের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য এবং ঐক্য ধরে রাখার লক্ষ্যে এ ধরনের সভা ও মিলনমেলা বিশেষ গুরুত্ব বহন করে। আগামী ২২ জুনের এই সাধার সভায় অংশগ্রহণকারী সদস্যরা বার্ষিক বনভোজনের সম্ভাব্য তারিখ, স্থান নির্ধারণ, আয়োজনের রূপরেখা এবং কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। এছাড়াও নতুন কার্যকরী কমিটি গঠনের বিষয়ে মতামত গ্রহণ ও পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। সভায় অংশ নেবেন সোসাইটির উপদেষ্টা, বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, নবীন-প্রবীণ সক্রিয় সদস্যসহ নবীগঞ্জপ্রেমী সকল প্রবাসী। উল্লেখ্য, প্রবাসে এই ধরনের সামাজিক সংগঠনগুলো শুধু এলাকার মানুষদের একত্র করে না, বরং নিজেদের শিকড়ের সঙ্গে গভীর এক বন্ধন গড়ে তোলে। নতুন প্রজন্মকে এ ঐক্যের ধারা সম্পর্কে সচেতন করতেও এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরা সকল নবীগঞ্জবাসীর প্রতি আবারও আন্তরিক আহ্বান জানিয়েছেন—যেন সবাই সময়মতো উপস্থিত থেকে আলোচনাকে সফল ও কার্যকর করে তোলেন। এটি শুধু একটি সভা নয়, বরং এটি হবে প্রবাসে বসবাসরত নবীগঞ্জবাসীর হৃদ্যতা ও সম্প্রীতির একটি প্রাণবন্ত প্রকাশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ