যুক্তরাষ্ট্র নবীগঞ্জ সোসাইটির সাধারণ সভার সিদ্ধান্তক্রমে - শেখ জামাল হুসাইন সভাপতি, সম্পাদক ইমরান আলী টিপু বহাল রেখে ২০২৫-২০২৬ কুমিটি অনুমোদন এবং আগামীর ২৭ জুলাই রবিবার বাষিক বনভোজনের সিদ্ধান্ত ও বনভোজনের আহবায়ক কমিটি গঠন

নিউ ইয়র্ক থেকে নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্কের বাংলাবাজারে অবস্থিত মামুন টিউটোরিয়াল মিলনায়তনে গত ২২ জুন ২০২৫, রবিবার নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক-এর এক সাধারণ সভা অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়।
সোসাইটির সভাপতি জনাব শেখ জামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আলী টিপুর সঞ্চালনায় সভাটি প্রাণবন্ত আলোচনা ও ঐক্যমতপূর্ণ সিদ্ধান্তে সমাপ্ত হয়।সভায় বক্তব্য রাখেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা মুবাশ্বির হোসেন চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে প্রবাসে নবীগঞ্জবাসীর ঐক্য, সহযোগিতা ও সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপদেষ্টা হাসান আলী, প্রবীণ মুরুব্বী কাউসার চৌধুরী, মুক্তিযোদ্ধা ময়না মিয়া,কবি আবু তাহের চৌধুরী, আব্দুল অদুদ চৌধুরী, মোখলেছুর রহমান, তাজিত উদ্দিন, আতাউল গনি ও গোলাম সুলেমান,শাহ রহিম শ্যামল, সহ-সাধারণ সম্পাদক মোঃ মিটু আলী, কোষাধক্ষ্য গোলাম মুহিত, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সম্মানিত সদস্য মিত‍্যুজয় চকদার ও মোঃ জিয়াউল হক। তারা সবাই সোসাইটির অতীত কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ও সুসংগঠিত কমিটি গঠনের ওপর গুরুত্ব দেন।সভায় আরও উপস্থিত ছিলেন সক্রিয় সদস্য মোঃ মিজানুর রহমান, হাফিজুর রহমান বাচ্চু, মনসুর আলীসহ প্রবাসী নবীগঞ্জবাসীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ী।আলোচনার একপর্যায়ে সর্বসম্মত সিদ্ধান্তে শেখ জামাল হোসেনকে পুনরায় সভাপতি এবং ইমরান আলী টিপুকে সাধারণ সম্পাদক হিসেবে ২০২৫-২০২৬ সালের জন্য দায়িত্ব বহাল রেখে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহ্বান জানানো হয়। আগামী দিনে এ কমিটিই সংগঠনের দায়িত্বে থাকবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।সভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে আগামী ২৭ জুলাই ২০২৫, রবিবার বার্ষিক বনভোজনের আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই উপলক্ষে একটি বনভোজন আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। বনভোজন আহ্বায়ক কমিটি গঠন: • আহ্বায়ক: কবি আবু তাহের চৌধুরী • সদস্য সচিব: মোঃ মিটু আলী • প্রধান সমন্বয়কারী: শাহ রহিম শ্যামল এই কমিটির নেতৃত্বে বার্ষিক বনভোজন সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হবে। অনুষ্ঠানে জানানো হয়, বনভোজনের দিন নবগঠিত কার্যকরী কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। সভায় অংশগ্রহণকারী সকলেই আশা প্রকাশ করেন যে, এই বনভোজন হবে একটি আন্তরিক মিলনমেলা—যেখানে নবীগঞ্জবাসী প্রবাসে থেকেও আত্মার বন্ধনে আবদ্ধ হবেন এবং পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হবে। সভার শেষ পর্বে সভাপতি শেখ জামাল হোসেন ধন্যবাদ জ্ঞাপন করেন সকল আগত অতিথি, সদস্য ও শুভানুধ্যায়ীকে। তিনি সংগঠনের গতিশীলতা ও ভবিষ্যতের লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা কামনা করেন। এরপর তার সমাপনী বক্তব্যের মাধ্যমে সাধারণ সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।এই সভা ও সিদ্ধান্তের মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক নতুন উদ্যমে সামনের পথচলায় অগ্রসর হচ্ছে, যা প্রবাসী নবীগঞ্জবাসীর ঐক্য ও উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ