নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক থেকে॥ঝাঁকজমক, আনন্দ ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক-এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২৫। গত ২৯ জুন, রোববার নিউইয়র্কের ঐতিহ্যবাহী বেলমন্ট লেক স্টেট পার্কে আয়োজনটি অনুষ্ঠিত হয়। প্রচণ্ড গরম ও তাপপ্রবাহ উপেক্ষা করে হবিগঞ্জবাসীর প্রাণের টানে অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী-পুরুষ, শিশু-কিশোর, বয়োজ্যেষ্ঠ—সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সেদিন যেন নিউইয়র্কের বুকে ফুটে উঠেছিল এক টুকরো মিনি বাংলাদেশ, একদিনের হবিগঞ্জ।।
আনন্দ-বিনোদনে ভরপুর দিন
সকালের সূর্য মাথার উপর উঠতেই শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। পরিচিত মুখ, দীর্ঘদিনের বন্ধুদের দেখা হওয়ার আনন্দে ভরে ওঠে পুরো পার্ক প্রাঙ্গণ। মঞ্চে একের পর এক পরিবেশিত হয় গান, কবিতা, নৃত্যসহ নানা সাংস্কৃতিক উপস্থাপনা। শিশুদের জন্য ছিল পিলো পাসিং গেম, ক্যাপুল গেমস এবং নানা প্রতিযোগিতা। নারীদের অংশগ্রহণে রঙিন হয়েছিল রাঁধুনি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা। দিনভর চলা এই অনুষ্ঠানজুড়ে হাসি, আড্ডা আর স্মৃতিচারণায় মেতে ছিলেন প্রবাসী হবিগঞ্জবাসী।












সভাপতিত্ব ও সঞ্চালনা সভাপতিত্বে: মোঃ আজদু মিয়া তালুকদার (সভাপতি, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক) পরিচালনায়: দেলোয়ার হোসেন মানিক (সাধারণ সম্পাদক)প্রধান অতিথি:•ওয়াছি চৌধুরী — সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, IRS Enrolled Agent; ট্রাস্টি, বাংলাদেশ সোসাইটি ইনক,গেস্ট অব অনার:•রবার্ট এইচ ব্রেন্ট এসকিউ — এক্সিডেন্ট কেইস এটর্নি বিশেষ অতিথি:• ফখরুল ইসলাম দেলোয়ার — উপদেষ্টা, বাংলাদেশ সোসাইটি ইনক; সাবেক সভাপতি, জামাইকা ফ্রেন্ড সোসাইটি• জাকির হোসেন চৌধুরী অসীম — সাবেক চেয়ারম্যান, মাধবপুর উপজেলা পরিষদ• মোঃ মোবাশ্বির চৌধুরী — সাবেক সভাপতি, বর্তমান উপদেষ্টা, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি• সৈয়দ নজমুল হাসান কুবাদ — ট্রাস্টি বোর্ড সদস্য, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা• রমিজ খান — উপদেষ্টা• অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহম্মেদ — উপদেষ্টা• ছুরত আলী মাস্টার — উপদেষ্টা• তাজুল ইসলাম — উপদেষ্টা• লিয়াকত আলী — উপদেষ্টা,বনভোজন উদযাপন কমিটির দায়িত্বপ্রাপ্ত:• আহ্বায়ক: মোঃ শফিউদ্দীন তালুকদার• সদস্য সচিব: আকবর হোসেন স্বপন (সাবেক সাধারণ সম্পাদক)• সমন্বয়কারী: সৈয়দ জিয়াউল হাসান• সহ-সাধারণ সম্পাদক ও সদস্য: আবুল কালাম আজাদ টিপু• অর্থ সম্পাদক: রুবেল মিয়া• সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব: ইমরান আলী টিপু• প্রচার ও দপ্তর সম্পাদক: জুনেদ আলী খান• সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক: সৈয়দ মোশারফ হোসেন• সদস্য:• জহির আহমেদ রাহুল•গোলাম রহিম শ্যামল• জালাল তালুকদার• আব্দুল গনি ,বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের প্রতিনিধিরা:• মোশারফ চৌধুরী — কর্ণধার, মাহরিন মাল্টি সার্ভিস• মিয়া মোহাম্মদ আছকির — সভাপতি, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি• আমির আলী — সাধারণ সম্পাদক, হবিগঞ্জ সদর সমিতি• ছিদ্দিকুর রহমান — সহ-সভাপতি• প্রফেসর আব্দুর রহমান — সাবেক সভাপতি• আবুল কালাম — সাবেক সাধারণ সম্পাদক• গোলাম মোস্তফা — সহ-সাধারণ সম্পাদক• আবু সাইদ চৌধুরী কুটি — সাবেক সভাপতি, বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশন• সুকান্ত হরে — সাধারণ সম্পাদক• মোহাম্মদ ওয়াহেদ — সাবেক সাধারণ সম্পাদক• ফয়সল আহমেদ — সাবেক সাধারণ সম্পাদক• ফখরুল আবেদীন — সাধারণ সম্পাদক, চুনারুঘাট এসোসিয়েশন ইউএসএ ইনক• মুকিদুল ইসলাম• তাজুল ইসলাম মানিক• সৈয়দ জুবায়ের — বিশিষ্ট ব্যবসায়ী• নাছির আহম্মেদ• সোহাগ চৌধুরী• আতিক খান• কবি আবু তাহের• সৈয়দ সাইফুর রহমান মুন্না• কাউছার চৌধুরী• আবু তাহের চৌধুরী• আফজল আলী• মিঠু আলী• হামদান আলী• সৈয়দ আমজল হোসেন বাচ্চু•সোহাগ খান• ফেরদৌস আহমেদ• ফারুক আহমেদ• জাহাঙ্গীর চৌধুরী — বিশিষ্ট ব্যবসায়ী, অলিপুর, শায়েস্তাগঞ্জ• কামরুল ইসলাম — সাবেক সিআইডি অফিসার• নাজনীন আক্তার শাম্মী — বিএনপি নেত্রী• ফরিদ উদ্দিন — সাবেক ব্যাংক কর্মকর্তা• শামীম গফুর — সভাপতি, নরসিংদী জেলা সমিতি• এহসানুল হক বাবু — সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা সমিতি
প্রচারনায়:• মোহাম্মদ আলী খান জুনেদ
স্পনসর/সহযোগী প্রতিষ্ঠান:• রবার্ট এইচ ব্রেন্ট (Attorney at Law)• এটর্নি মইন চৌধুরী• সৈয়দ নজমুল হাসান কুবাদ• মারিয়া মারটিনস• রোকন-হাকিম• বদরুল চৌধুরী• মাহরিন মাল্টি সার্ভিসেস ইনক• জমজম ড্রাগ ফার্মেসি• সেফ হেলথ মেডিকেল• চৌধুরী প্রফেশনাল ইনক• ফখরুল ইসলাম দেওয়ান• ওয়াসি আইআরএ এনরোল্ড এজেন্ট• ফ্যামিলি কেয়ার আর এক্স ফার্মেসী• স্টারলিংক ডায়াগনস্টিক সেন্টার।
অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদার ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন—এই মিলনমেলা শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়, এটি হবিগঞ্জবাসীর মাঝে ভালোবাসা, ঐক্য ও শিকড়ের টানকে আবারও দৃঢ় করে তুলেছে। আমরা কৃতজ্ঞ উপস্থিত অতিথি, সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও স্পনসরদের প্রতি।”
0 মন্তব্যসমূহ