নিউ ইয়র্কে বাফা’র বনভোজন মিলনমেলা: আনন্দে ভরপুর দিন।

নিউ ইয়র্ক প্রতিনিধি: নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক অঙ্গনে সুপরিচিত সংগঠন বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত বনভোজন ও মিলনমেলা। গত ৩১ আগস্ট, রবিবার, মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জর্জেস আইল্যান্ড পার্কে অনুষ্ঠিত এই আয়োজন ছিলো গান, খেলা, আড্ডা আর সুস্বাদু খাবারের সমাহারে এক অনন্য উৎসব। সকালের পর থেকেই নিউ ইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে বাফা’র সদস্য, শুভানুধ্যায়ী, সাহিত্যপ্রেমী, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী এবং সাধারণ প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে উপস্থিত হতে শুরু করেন। নীল আকাশ, নদীর কলকল ধারা, আর চারপাশের সবুজ প্রকৃতি যেন মিলনমেলার আমেজকে দ্বিগুণ করে তোলে।
দিনব্যাপী এই আয়োজনে ছোট-বড় সবার জন্য ছিলো বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। শিশুদের জন্য নানা ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতা ছিলো বিশেষ আকর্ষণ। প্রবাসী তরুণ-তরুণীরাও খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিবেশকে করে তোলে আরও প্রাণবন্ত। দুপুরে চলে সুস্বাদু খাবারের আসর—
সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। বাংলা গান দর্শকদের মুগ্ধ করে। এ ছাড়া উপস্থিত কবি-সাহিত্যিকরা তাৎক্ষণিক গল্প বলার মাধ্যমে আড্ডাকে করে তোলেন আরও বৈচিত্র্যময়। বাফা’র কর্ণধার ফরিদা ইয়াসমিন বলেন, “প্রবাসে থেকেও আমরা চাই একে অপরের সঙ্গে মেলবন্ধন গড়ে তুলতে। সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করে নিতে পারলেই এই আয়োজন সফল হয়। আপনাদের আন্তরিক অংশগ্রহণে এবারের বনভোজন মিলনমেলা সুন্দর ও স্মরণীয় হয়ে উঠেছে।”
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বিকেলের দিকে, তবে উপস্থিত সবার প্রাণের ভেতরে থেকে যায় আনন্দের উচ্ছ্বাস। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে একদিনের এই মিলনমেলা প্রবাসী বাংলাদেশিদের জন্য হয়ে উঠেছে এক অন্যরকম অভিজ্ঞতা ও স্মৃতিময় মুহূর্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ